আমার ১ ছেলে, ১ মেয়ে, ১স্ত্রী, ১টি ঘর, ১ আল্লাহ এবং ১ রসূল (দঃ), আমার সবই ‘১’, একমাত্র গাড়ী ছাড়া (তিনটি)। আমার জন্ম মেঘনার মোহনায় পলি বিধৌত হাতিয়া দ্বীপে (নিঝুম দ্বীপের কাছে একটি চর এলাকায়), আমরা সমুদ্রের উত্তাল ঢেউকে ভয় পাইনা। দ্বীপের মানুষ বুকে সাহস নিয়েই বেড়ে উঠি, মা-বাবা থেকেই সাহসিকতার ছবক নেয়া। বাবার সরকারি চাকুরীর সুবাদে (আয়কর বিভাগ) মায়ের কোলে চড়ে ছয় মাস বয়সে চট্টগ্রাম শহরে চলে আসা। কৈশোর থেকে ভরা যৌবনে প্রেম করেছি ঘুরে-ঘুরে, শেষটা দিনাজপুরে অতঃপর চূড়ান্তভাবে বিয়েটা করেছি বরিশালে। – সবই আল্লাহর ইচ্ছা।
কলেজ ও বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে, কিছু খুচরো লেখাপড়া লন্ডন এবং সিডনীতে। বিয়ে করার দেড় বছরের মাথায় আমরা দুজন চলে আসি মাইগ্রেশন নিয়ে সুদূর অস্ট্রেলিয়াতে। আমার এক ছেলে ‘উপল আমিন’ সে একজন প্রতিষ্ঠিত আইনজীবী, একমাত্র মেয়ে ‘ইসাবেলা আমিন’, বিবাহিত। স্বামী সংসার নিয়ে সিডনীতে কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠান চালাচ্ছে। ওদের দুজনের জন্ম অস্ট্রেলিয়াতে। আমি গর্বিত আমার ছেলে দুরস্ত এবং অনর্গল শুদ্ধ বাংলা বলতে, লিখতে এবং পড়তে পারে। ওর মা, অর্থাৎ বরিশালের ওই মেয়েটি-ই তার দুজন সন্তানকে এভাবে বাংলার প্রতি ভালোবাসা শিখিয়েছে। মানবজীবনে সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। সে হিসেবে আমি নিজের দিকে তাকিয়ে বলবো ‘আমি অ-সুখী নয়। এবং তা সম্পূর্ণ আল্লাহর দয়া।” আজ এটুকু থাক। ধন্যবাদ –
বনি আমিন
By শাবলু শাহাবউদ্দিন
দাদা
By MAIEDUL ISLAM
brother prothome amar salam niben , ami apnake vison valobashi , apnar video golo ami regolar dedhi
amar onek volo lage…amio austroliay jabar jonno chesta kortechi .. valo kono kajer sondan apnar kache thakle amake aktu bolben .. jemon …… office boy… security guard…. othoba… car clening………
By আলাউদ্দিন শেখ
সালামুন আলাইকুম স্যার,প্রথম দিকে আপনার ভিডিও দেখে কেমন জেন লাগতো।আস্তে আস্তে আপনার সত্য কথার কাছে হার মেনে প্রেমে পড়ে গিয়েছি।
আপনার বাস্তব কথা ও প্রতিবেদন যখন শুনি ও দেখি আমি অন্য জগতে হারিয়ে জাই।আপনার প্রতিটি কথা সত্য ও বাস্তব।
আপনি চালিয়ে জাবেন যতদিন বেচে আছেন,এই কামনা করছি।ভালো থাকবেন।ধন্যবাদ।
By Ashik
are your wife christen ? or Muslim?
By Mohiuddin
This is so silly and personal question! Why must you know this??
By sweety
boni amin really akjon chokush parson.and qualipide jantle lok.
By Md Nizam Uddin
Sir
I sudu apnar vokto noi,akta narir somporko gortey chai,apnar maa jonooni k Amar bissass Kori osroodda kori
By Md Alauddin
আমি আপনার ভিডিও গুলো দেখি। ভালোলাগে আপনার বাচন ভঙ্গী। বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে আমাদেরকে অনেক তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে থাকেন।
সম্প্রতি আপনাার একটা ভিডিওতে দেখলাম অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে আপনার আপন ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলছেন। কিন্তু এই একই ভিডিও বিভিন্ন জন বিভিন্নভাবে এডিট করে নিজের ফোন নং যুক্ত করে, বিজ্ঞাপন হিসেবে বযবহার করছে।
এই পরিস্থিতিতে বুঝতে পারছিনা কোন আইডি এবং ফোন নম্বর, বা ইমো হোয়াটাাপ নম্বর আপনার।
দয়া করে যদি আপনার ফোন নম্বর অথবা আপনাী ছোট ভাইয়ের নম্বরটা দিতেন ুপকৃত হতাম।