সময়ের টানাটানিতে আমি নিজে আর ভিডিও এডিট করতে চাই না। তাই একজন ভালো আউট সোর্সিং ভিডিও এডিটর চাই। প্রার্থীর নিম্নোক্ত যোগ্যতা অবশ্যি লাগবে। উক্ত শর্তের ১টিও কম থাকলে ফালতু সময় খরচ করে আবেদন করবেন না।
১. প্রফেশনাল “ফাইনাল কাট প্রো’ প্রোগ্রাম চালানোতে দক্ষ হতে হবে।
২.আপেল/ম্যাক কম্পিউটার থাকতে হবে।
৩.টাচ টাইপঃ প্রশিক্ষিত হতে হবে। (চোখ বন্ধ করে টাইপ করা)
৪.ভূগোল জ্ঞান অর্থাৎ পৃথিবীর দিকপাশ জানা থাকতে হবে।
৫.বিশ্ব-সময়-চক্র জ্ঞান থাকতে হবে। (দেশ থেকে দেশের সময়ের ব্যাবধান)
৬.মোটামুটি ইংরেজী পড়া, বলা ও লেখা জ্ঞান থাকলে চলবে।
৬. সম্প্রতি তোলা এককপি পাসপোর্ট সাইজ ফটো এবং একটি দাঁড়ানো ফুলসাইজ ফটো এবং সাথে এক কপি সিভি (কর্ম জীবন বৃত্তান্ত) দেবেন।
যিনি নিজেকে উপরোক্ত যোগ্যতায় যোগ্য বলে মনে করবেন, শুধুমাত্র তিনি আবেদন করবেন। আবেদন পাঠাবেন ইমেইলে, LITUBONI@GMAIL.COM (প্রতিটি অক্ষর ছোটহাতের হবে)